Home আন্তর্জাতিক লিবিয়ায় ১৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

লিবিয়ায় ১৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

by বাংলা টুডে ডেস্ক
২৩৯ views

আন্তর্জাতিক ডেস্ক:

লিবিয়ার সাব্রাথা শহরের সমুদ্রসৈকত থেকে ১৫টি মরদেহ উদ্ধার করেছে দেশটির উপকূল রক্ষাকারী বাহিনী। লিবিয়ান রেডক্রিসেন্ট সোসাইটির বরাতে গত শুক্রবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া এ তথ্য জানিয়েছে।

তারা আরও জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ছাড়া কী কারণে তাদের মৃত্যু হয়েছে, সেটাও জানা সম্ভব হয়নি। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, মরদেহগুলো সম্ভবত অভিবাসীপ্রত্যাশীদের। তারা জানিয়েছে,মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মানবাধিকার সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, একটি জ¦লন্ত নৌকার মধ্যে কিছু মরদেহ পেয়েছেন। এ ছাড়া নৌকার বাইরেও ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরদেহ পাওয়া গেছে। এদিকে লিবিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, অভিবাসীবোঝাই ওই নৌকায় মানব পাচারকারীরা আগুন ধরিয়ে দেয়। এ কারণে ওই ব্যক্তিরা মারা যেতে পারেন। তারা জানিয়েছে, গত শুক্রবার এই আগুন লাগানোর ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে আগুনে জ¦লতে থাকা নৌকার ছবি পাওয়া গেছে বলে জানিয়েছে তারা।

তবে এ বিষয়ে লিবিয়ার সরকারি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ২০১১ সালের পর ইউরোপে অভিবাসনের জন্য লিবিয়া মূল প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর সাব্রাথা, যেখানে ১৫টি মরদেহ পাওয়া গেছে, সেটি ইটালিয়ান ল্যামপেডিউসা আইল্যান্ড থেকে মাত্র ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত।

এ কারণে মানব পাচারকারীরা এই পথ অভিবাসনের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন জানিয়েছে, এ বছর প্রায় ১৪ হাজার অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে। এ ছাড়া ২১৬ জন অভিবাসনের চেষ্টাকালে কোনো না কোনো কারণে মৃত্যুবরণ করেছে। এখন পর্যন্ত ৭২৪ জন নিখোঁজ রয়েছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন ধারণা করছে, তারা আর বেঁচে ফিরবে না।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications