Home আন্তর্জাতিক হংকংয়ে নিলামে রেকর্ড ৫ কোটি ডলারে গোলাপী হীরা বিক্রি

হংকংয়ে নিলামে রেকর্ড ৫ কোটি ডলারে গোলাপী হীরা বিক্রি

by বাংলা টুডে ডেস্ক
১৮৭ views

আন্তর্জাতিক ডেস্ক:

হংকংয়ে গত শুক্রবার নিলামে বিক্রি হওয়া একটি গোলাপী হীরার প্রতি ক্যারেটের সর্বোচ্চ দামের জন্য বিশ্ব রেকর্ড হয়েছে। ১১ দশমিক ১৫ ক্যারেটের হীরাটি বিক্রি হয়েছে ৪ কোটি ৯৯ লাখ মার্কিন ডলারে। উইলিয়ামসন পিঙ্ক স্টার নামের হীরাটিকে নিলামে তুলেছিল সোথেবির’স হংকং নামের একটি প্রতিষ্ঠান।

দুটি কিংবদন্তি গোলাপী হীরা থেকে এর নাম উইলিয়ামসন পিঙ্ক স্টার রাখা হয়েছে। প্রথমটি হলো ২৩ দশমিক ৬০ ক্যারেট উইলিয়ামসন হীরা। এটি ১৯৪৭ সালে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ বিয়ের উপহার হিসেবে পেয়েছিলেন। এবং দ্বিতীয়টি ৫০ দশমিক ৫৯ দশমিক ৬০ ক্যারেটের পিঙ্ক স্টার হীরা, যা ২০১৭ সালে নিলামে রেকর্ড ৭ কোটি ১২ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। উইলিয়ামসন পিঙ্ক স্টার নিলামে ওঠানো দ্বিতীয় বৃহত্তম গোলাপী হীরা।

রঙিন হীরাগুলোর মধ্যে গোলাপী হীরা সবচেয়ে বিরল এবং মূল্যবান। ৭৭ ডায়মন্ডসের ব্যবস্থাপনা পরিচালক টোবিয়াস কোরমিন্ড বলেন, ‘এটি একটি বিস্ময়কর ফলাফল, দুর্বল অর্থনীতিতেও এত বেশি দামে বিশ্ব মানের হীরা বিক্রি হওয়া এর দুস্প্রাপ্যতা প্রমাণ করে। ‘তিনি আরো বলেন, ‘বিশ্বের কিছু উচ্চ মানের হীরার দাম গত ১০ বছরে দ্বিগুণ হয়েছে।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications