Home আন্তর্জাতিক ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে ভূমিকম্প, আহত ৩৯০

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে ভূমিকম্প, আহত ৩৯০

by বাংলা টুডে ডেস্ক
১৬০ views

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের উত্তরপশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ৩৯০ জন আহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে। গতকাল বুধবার ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয়ি শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। খবর সিজিটিএনের।

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম খোয়ির জরুরি চিকিৎসা বিভাগকে উদ্ধৃত করে বলেছে, ‘এখন পর্যন্ত ৩৯০ জন আহত হয়েছে, তাদের মধ্যে ৬৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, খোয়ি থেকে প্রায় ১১ দশমিক ৬ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) এর আগে জানিয়েছিল, ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি আর্মেনিয়া-আজারবাইজান-ইরানের সীমান্ত অঞ্চলের কাছে।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications