Home আন্তর্জাতিক ভারতে ফাইভ জি চালু, সুবিধা পেল ৮ শহর

ভারতে ফাইভ জি চালু, সুবিধা পেল ৮ শহর

by বাংলা টুডে ডেস্ক
১৮৩ views

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে ফাইভ-জি মোবাইল সেবা চালু করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার এই মোবাইল প্রযুক্তি উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিটিভি জানিয়েছে, প্রাথমিকভাবে ভারতের আটটি শহরে চালু হবে ফাইভ-জি পরিষেবা। আগামী দুই বছরের মধ্যে সারা ভারতে ফাইভ-জি চালু হবে বলে জানানো হয়েছে।

ভারতের টেলিকম বিভাগ (ডিওটি) জানিয়েছে, প্রথম ধাপে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই-সহ কয়েকটি শহরে মিলবে ফাইভ জি পরিষেবা। নয়াদিল্লির প্রগতি ময়দানে গতকাল শনিবার থেকে আগামী মঙ্গলবার (৪ অক্টোবর) পর্যন্ত আয়োজিত হচ্ছে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস। সেখান থেকেই ভারতের ফাইভ-জি প্রযুক্তির উদ্বোধন করেন নরেন্দ্র মোদি।

ফাইভ জি স্পেকট্রামের সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে মুকেশ আম্বানির সংস্থা রিল্যায়্যান্স জিয়ো। তারা ফিফথ জেনারেশন বা ফাইভ-জি স্পেকট্রামের ৮৮ হাজার ৭৮ কোটি রুপির বরাদ্দ পেয়েছে। মোট ১০টি ব্র্যান্ডের ৭২ হাজার ৯৮ মেগাহার্টজের স্পেকট্রাম নিলামে তোলা হয়েছিল।

এর মধ্যে ৭১ শতাংশ বিক্রি হয়েছে প্রায় দেড় লাখ কোটি রুপিতে। সংশ্লিষ্টরা বলছেন, ভারতের এক তৃতীয়াংশের বেশি মোবাইলে ২০৩০ সালের মধ্যে ফাইভ-জি পরিষেবা চালু হয়ে যাবে। সূত্র: এনডিটিভি

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications