Home আন্তর্জাতিক রানি এলিজাবেথের শেষ বিশ্রামের স্থানটির ছবি প্রকাশ

রানি এলিজাবেথের শেষ বিশ্রামের স্থানটির ছবি প্রকাশ

by বাংলা টুডে ডেস্ক
১৭৭ views

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে উইন্ডসরে গত সোমবার সমাহিত করা হয়েছে। তাঁর শেষ বিশ্রামের স্থানটির ছবি প্রকাশ করেছে বাকিংহাম প্যালেস। রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেলে লেজার পাথরে খোদাই করা হয়েছে তাঁর নাম। সমাধিতে কালো পাথরের উপর খোদাই করে লেখা রয়েছে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ, তাঁর স্বামী প্রিন্স ফিলিপ ও বাবা-মায়ের নাম।

প্রয়াত রানির বাবা-মায়ের নাম লেখা আগের পাথরটি সরিয়ে বর্তমান পাথরটি বসানো হয়েছে। সেখানে লেখা রয়েছে, ষষ্ঠ জর্জ ১৯৮৫-১৯৫২ এবং এলিজাবেথ ১৯০০-২০০২; এরপর একটি ধাতব গার্টার স্টার। তারপরে দ্বিতীয় এলিজাবেথ ১৯২৬-২০২২ এবং তারপর ফিলিপ ১৯২১-২০২১ লেখা রয়েছে। রানির মৃত্যুতে পাথরের চারপাশে ফুলের শ্রদ্ধা জানানোর নিদর্শন রয়েছে। হাতে খোদাই করা বেলজিয়ান কালো মার্বেলে আগের মতোই নকশা করা রয়েছে।

রানি দ্বিতীয় এলিজাবেথ জর্জ ষষ্ঠ মেমোরিয়াল চ্যাপেলে একটি ব্যক্তিগত সমাধিতে শায়িত রয়েছেন। গত ১৯ সেপ্টেম্বর প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ বিদায় জানিয়েছে ব্রিটেন। রানির শেষ যাত্রায় উপস্থিত ছিলেন বিশ্বের বহু দেশের নেতারা। রাজপরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ঐতিহাসিক রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে রানিকে। সূত্র: সিএনএন

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications