Home আন্তর্জাতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপ করলো উত্তর কোরিয়া

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপ করলো উত্তর কোরিয়া

by বাংলা টুডে ডেস্ক
২০৭ views

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর কোরিয়া গতকাল রোববার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপ করেছে। সিউলের সামরিক সূত্রে এ কথা জানা গেছে। এদিকে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার জন্যে মার্কিন বিমানবহীন রণতরী এসে পৌঁছানোর কয়েকদিনের মধ্যে উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপ করলো। দক্ষিণ কোরিয়া আগেভাগেই ডুবো জাহাজ থেকে উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার প্রস্তুতির বিষয়টি শনাক্ত করতে পেরেছিল।

গত শনিবার দেশটির প্রেসিডেন্ট কার্যালয় এ কথা জানিয়েছে। এ ধরনের ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া সর্বশেষ মে মাসে উৎক্ষেপন করে। সিউলের জয়েন্ট চিপস অব স্টাফ বিস্তারিত উল্লেখ না করে বলেছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরে একটি অজ্ঞাত ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। টোকিও’র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের উদ্ধৃতি দিয়ে জাপানের উপকূল রক্ষীও ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে, শুক্রবার পরমাণু শক্তি সম্পন্ন ইউএসএস রোনাল্ড রিগ্যান ও সংশ্লিষ্ট জাহাজগুলো বুসান বন্দরে ভিড়েছে।

চলতি মাসে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে এটি যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। যুক্তরাষ্ট্র তার ঘনিষ্ঠ মিত্র দেশ দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া থেকে রক্ষায় সেখানে ২৮ হাজার পাঁচশ সৈন্য মোতায়েন রেখেছে।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications