Home আন্তর্জাতিক সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণবিক্ষোভ চলছে ইরানজুড়ে

সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণবিক্ষোভ চলছে ইরানজুড়ে

by বাংলা টুডে ডেস্ক
১৬৩ views

আন্তর্জাতিক ডেস্ক:

সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে ইরানজুড়ে বিক্ষোভ চলছে। পুলিশ হেফাজতে একজন নারীর মৃত্যুকে কেন্দ্র করে যারা দেশজুড়ে সহিংসতা ও নাশকতা চালাচ্ছে এবং মসজিদসহ পবিত্র স্থানে হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আজ সর্বস্তরের জনতা রাস্তায় নেমে এসেছেন। বিক্ষোভকারীরা অবিলম্বে সহিংসতা ও নাশকতা বন্ধের জন্য বিদেশি মদদপুষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছে।

তারা বলছেন- এই পরিস্থিতি অব্যাহত থাকলে সহিংসতাকামীরা জনরোষের শিকার হবেন। গতকাল শুক্রবার জুমার নামাজের আগে ও পরে রাজধানী তেহরানসহ দেশের প্রধান শহরগুলোর বাস্তায় বিপুল সংখ্যক মানুষের উপিস্থতি লক্ষ্য করা যায়। যাদের কণ্ঠে ছিল সহিংসতাকামীদের বিরুদ্ধে নানা শ্লোগান। অনেকের হাতে ছিল সহিংসতাকামীদের বিরুদ্ধে শ্লোগান লেখা নানা প্ল্যাকার্ড। তারা ইসলামি বিপ্লবের প্রতি নিজেদের সমর্থনের কথা ঘোষণার পাশাপাশি এই পথে অটল থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিক্ষোভকারীরা বলেন, মাহসা আমিনির মৃত্যু দুঃখজনক। কিন্তু এই ইস্যুকে কেন্দ্র করে যেসব কর্মকা- করা হচ্ছে তা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তারা পশ্চিমা গণমাধ্যমের উসকানিমূলক তৎপরতার কঠোর নিন্দা জানান। বিক্ষোভকারীদের অনেকের হাতে শহীদদের ছবি সম্বলিত প্ল্যাকার্ডও ছিল। এসব শহীদের কেউ কেউ ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের সময় তৎকালীন স্বৈরশাসকের পেটোয়া বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন।

তেহরানের বিক্ষোভকারীরা জানান, মাহসা আমিনির মৃত্যুকে অজুহাত করে গত কয়েক দিনে ইরানে হিজাবধারী নারীদের ওপর হামলা চালানো হয়েছে। ইমাম হুসাইন (আ.)’র নাম লেখা ঝা-ার অবমাননা করা হয়েছে। মসজিদ ও মাজারে আগুন দেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করা হয়েছে। এসবের প্রতিবাদেই আজ আমরা রাস্তায় নেমে এসেছি। পার্সটুডে

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications