Home আন্তর্জাতিক জামালপুরে চারদিনব্যাপী অঙ্গন নাট্যোৎসব

জামালপুরে চারদিনব্যাপী অঙ্গন নাট্যোৎসব

by বাংলা টুডে ডেস্ক
২২৬ views

নিজস্ব প্রতিবেদক

জামালপুরে শুরু হয়েছে চার দিনব্যাপী অঙ্গন নাট্যোৎসব। জেলার অন্যতম নাট্যদল থিয়েটার অঙ্গন আয়োজন করেছে এই উৎসবের। বিভিন্ন জেলা থেকে আসা নাট্যদলের পরিবেশনায় ভিন্ন স্বাদ থাকলেও এই উৎসবে প্রাধান্য পেয়েছে লোকনাট্য আঙ্গিক। করোনা সংকট কাটিয়ে আবারো নাট্য মঞ্চায়িত হওয়ায় উচ্ছাসিত নাট্যকর্মী এবং দর্শনাথীরা।

জামালপুরের অন্যতম নাট্যদল থিয়েটার অঙ্গন আয়োজনে শুরু হয়েছে ৪ দিনব্যাপী নাট্যেৎসব। জামালপুর জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে আগামী ১৭ মে পর্যন্ত চলবে এই নাট্যেৎসব। এবারের নাট্যেৎসবে বাড়তি মাত্রা যোগ করেছে ভারতের পশ্চিমবঙ্গের আঞ্চলিক বা লোক কবি বলে খ্যাত দেবব্রত সিংহ। শনিবার রাতে উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হয় নাটক তেজ। নাটকটি রচনা করেছেন কবি দেবব্রহ সিংহ আর নির্দেশনা দিয়েছেন নাট্যকার শাহীন রহমান। কবি দেবব্রত সিংহ বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। বাঁকুড়ার আঞ্চলিক ভাষায় লেখা তাঁর ‘তেজ’ কবিতার মাধ্যমে দুই বাংলার কবিতাপ্রেমীদের কাছে পরিচিতি লাভ করেন তিনি। বাংলাদেশের অসংখ্য মানুষের কাছে তিনি জনপ্রিয়। এবার তাঁর অন্যবদ্য সৃষ্টি ‘তেজ’ কবিতার নাট্যমঞ্চায়ন উদ্বোধনী আয়োজনে অংশ নিতে বাংলাদেশে এসেছেন তিনি। প্রান্তিক মানুষেরা প্রজন্মের পর প্রজন্ম শিক্ষাসহ বিভিন্ন ন্যায্য সুযোগ সুবিধা বঞ্চিত হয়ে অন্ধকারে বসবাস করে, তাদের মধ্যেও যে অপার সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনা সকল বাধা বিপত্তি ঠেলে আগুনের লেলিহান শিখার মত জ্বলে উঠতে পারে সেটাই উপস্থাপন করা হয়েছে তেজ নাটকটির মাধ্যমে।

নাটকটিতে জাম্বুরির শিবু কৈরির মেয়ে সাজলি একেবারে দারিদ্রসীমার নিচে বাস করা একটি পরিবারের চরিত্র, যার পূর্ব প্রজন্মের সবাই অন্যের বাড়ি ও জমিতে কাজ করে দিন যাপন করলেও সাজলির পিতা প্রথা ভেঙে মেয়েকে লেখাপড়া শেখান। বহু বাঁধা ও সমাজপতিদের বাকাচোখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাজলি মাধ্যমিকে সেরা ফলাফল অর্জন করে। এতে সারা দেশে আলোড়ন তৈরি হলেও সাজলি সকল সুযোগ-সুবিধা প্রত্যাখান করে যা পিছিয়ে পড়া সমাজের অসংখ্য সাজলির ভেতরের চাপা আগুনকে তাঁতিয়ে দেয়। নাট্যোৎসবের আয়োজকরা জানান, জেলা শহরে নাট্য ও সাংস্কৃতিক চর্চার বিকাশের জন্যই এমন উৎসবের আয়োজন করা হয়েছে। আর করোনা সংকট কাটিয়ে দীর্ঘদিন পর এমন আয়োজনে দেখতে পেয়ে উচ্ছোসিত দর্শকরা।
এর আগে শনিবার সন্ধ্যায় নাট্যোৎসবের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো: মোজাফ্ফর হোসেন।
নাটকটির রচয়িতা পশ্চিমবঙ্গের কবি দেবব্রহ সিংহ বলেন, নাটক হচ্ছে একটি শক্তিশালী মাধ্যম, যেটার মাধ্যমে কবিতাটি মানুষের সামনে তুলে আনা সম্ভব হয়েছে। এই নাটকে দেখানো হয়েছে পিছিয়ে থাকা একটি সমাজের নানা প্রতিকূলতায় বেঁচে থাকা এবং আত্মমর্যাদার লড়াই।

৪ দিনব্যাপী নাট্যোৎসবের ২য় দিন মঞ্চস্থ হবে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী লোক আঙ্গিক ‘সঙযাত্রা’, ৩য় দিন সরিষাবাড়ী উপজেলার ‘ধুয়া গান’ এবং উৎসবের সমাপনী দিনে মঞ্চস্থ হবে সিরাজগঞ্জের নাট্যদল নাট্যাধার এর প্রযোজনা ‘ছাগতত্ত্ব’। নাট্যোৎসবে সহযোগীতায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications