Home সারাদেশ জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতার লক্ষ্যে গণশুনানী

জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতার লক্ষ্যে গণশুনানী

by বাংলা টুডে ডেস্ক
১১৬ views

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য কর্তৃপক্ষ ও সেবাগ্রহীতারদের মধ্যে গণশুনানী হয়েছে।

বুধবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই গণশুনানীর আয়োজন করে সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুর।

সনাক সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহা মাহফুজুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম, সনাক সহ-সভাপতি শামীমা খান, টিআইবির এরিয়া কো-অডিনেটর আরিফ হোসাইনসহ  অন্যান্যরা বক্তব্য রাখেন।

গণশুনানীতে হাসপাতালে বিভিন্ন সময় স্বাস্থ্য সেবা নিতে আসা সেবা গ্রহীতারা তাদের হয়রানি ও ভোগান্তির কথা তুলে ধরলে কর্তৃপক্ষ তা সমাধানের আশ^াস দেন।
এ সময় ভূক্তভোগী, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন, ইয়েস গ্রুপের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications