Home প্রধান খবর সরিষাবাড়ীতে আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনে দুবৃর্ত্তের আগুন

সরিষাবাড়ীতে আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনে দুবৃর্ত্তের আগুন

by বাংলা টুডে ডেস্ক
৯৬ views

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নি সংযোগ করেছে দুবৃর্ত্তরা। এতে করে ট্রেনের দুটি বগি পুরোপুরি ভস্মীভূত হয়েছে। ট্রেনে অগ্নি সংযোগের ঘটনায় সহকারী স্টেশন মাস্টার বাদী হয়ে জামালপুর জিআরপি থানায় নাশকতার মামলা দায়ের করেছেন।

গরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুস সালাম জানান, শনিবার বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেন রাত ১টা ৭ মিনিটে সরিষাবাড়ী স্টেশনে পৌঁছায়। রাত ১টা ১০ মিনিটে যাত্রা বিরতি শেষে তারাকান্দির উদ্দেশ্যে ট্রেন ছাড়লে পেছনের বগিতে আগুন দেখে আতংকিত যাত্রীসহ প্লাটফর্মে থাকা লোকজন ডাক-চিৎকার শুরু করে। ট্রেনের চালক স্টেশনের অদূরেই ট্রেন থামিয়ে ফেললেও ট্রেনের পেছনে থাকা ক এবং ঘ নাম্বার বগি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।

এ সময় খ নাম্বার বগিরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে সরিষাবাড়ি ফায়ার সার্ভিস কর্মীরা দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেন চার ঘন্টা বিলম্বে ঢাকার উদ্দেশ্যে সরিষাবাড়ি স্টেশন থেকে ছেড়ে যায়। এ সময় ক্ষতিগ্রস্ত বগি দুটিও ঢাকায় নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নি সংযোগের ঘটনায় ট্রেনের অন্তত ৬ জন যাত্রী আহত। আহতরা সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়।

এদিকে অগ্নি সংযোগের ঘটনায় ট্রেন বিলম্বে ছাড়ায় সরিষাবাড়ী ছাড়াও জামালপুর, ময়মনসিংহ লাইনে আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।

সহকারী স্টেশন মাস্টার আব্দুস সালাম আরো জানান, ট্রেনে অগ্নি সংযোগকারীরা যাত্রী বেশে আগুন দেওয়ায় তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে বাদী হয়ে জামালপুর জিআরপি থানায় একটি নাশকতা মামলা দায়ের করেছি। তিনি বলেন, অগ্নি সংযোগে ট্রেনের ভস্মীভুত বগিগুলোর আনুমানিক ক্ষতি প্রায় কোটি টাকা।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গুলজার হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে গিয়েছি। কারা ট্রেনে আগুন দিয়েছে তা এখনো সনাক্ত করা যায়নি, এ বিষয়ে তদন্ত করা হবে। ইতিমধ্যেই সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি নাশকতার মামলা দায়ের করেছেন।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications