নিজস্ব প্রতিবেদক:
অ্যামোনিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটির কারনে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানার উৎপাদন।
যমুনা সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ খান জানান, সোমবার সন্ধ্যায় হঠাৎ করেই যমুনা সারকারখানার অ্যামোনিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে করে কারখানার সার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পুনরায় কারখানা চালু করতে টেকনিক্যাল টিম কাজ করছে, আশা করা যায় আগামীকাল মঙ্গলবারের মধ্যে ত্রুটি সারিয়ে সার উৎপাদন শুরু করা যাবে।
উল্লেখ্য, দৈনিক ১৭শ’ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা থেকে কমান্ড এরিয়া উত্তরবঙ্গের ১৮ জেলায় সার সরবরাহ করা হয়।
যান্ত্রিক ত্রুটির কারনে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ
১২৯