Home সারাদেশ জামালপুর সনাকে রবিন্দ্র নাথকে স্মরণ

জামালপুর সনাকে রবিন্দ্র নাথকে স্মরণ

by বাংলা টুডে ডেস্ক
২৩৮ views

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বকবি রবিন্দ্র নাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে বিশ্বকবিকে স্মরণ করলো জামালপুর সচেতন নাগরিক কমিটি (সনাক)।

রবিন্দ্র নাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার বিকালে শহরের মুসলিমাবাদ এলাকায় জামালপুর সনাক কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সনাক জামালপুরের সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সনাক সদস্য অধ্যাপক মীর আনছার আলী, মনোয়ারা বেগম, নুরুন্নাহার বেগম, এসএম আশরাফুজ্জামান স্বাধীন, রনজিৎ বিশ্বাস খোকন, মেহেদী মাহমুদ খান শুভ্র, রফিকুজ্জামান মল্রিক, মোহাম্মদ রাসেল মিয়া, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সারাবিশ্বে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে বিশ্বকবি রবিন্দ্র নাথ ঠাকুর এবং একমাত্র ব্যক্তি যিনি বাংলা সাহিত্যে নোবেল পেয়েছেন। কিন্তু এক শ্রেণীর মানুষ ধর্মের অপব্যাখ্যা দিয়ে রবিন্দ্র নাথ ঠাকুরকে এদেশের মানুষের মাঝে ভুলভাবে উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছেন। তাই সমাজের প্রতিষ্ঠিত প্রতিটি মানুষের উচিৎ এমন বরেণ্য ব্যক্তিদের নিয়ে অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সাধারণ মানুষের কাছে তাদের অবদানের কথা তুলে ধরা।

পরে কেক কেটে বিশ্বকবি রবিন্দ্র নাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications