৪০
নিজস্ব প্রতিবেদক:
‘আমরা সকল কাজই আন্তরিকভাবে করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।

‘আমরা সকল কাজই আন্তরিকভাবে করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জিন হেনরী ডোনাল্ডের ১৯৫তম জন্মদিন এবং বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে শহরের ফৌজদারী মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে রেড ক্রিসেন্ট কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, সাধারণ সম্পাদক মাসুম রেজা রহিম, কার্যনিবার্হী সদস্য সাখাওয়াত হোসেন তপন, লাইলী বেগম, আজীন সদস্য মোঃ ফজলে এলাহী মাকাম, ইউএলও মোঃ লিয়াকত আলী, ভারপ্রাপ্ত যুব প্রধান মোঃ সামিউল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্ট সদা প্রস্তুত হিসেবে কাজ করে, অসহায় ও দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ বির্নিমানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।