Home প্রধান খবর জামালপুরে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন

জামালপুরে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন

by বাংলা টুডে ডেস্ক
১৫৭ views

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছে এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন।

রোববার দুপুরে শহরের বোসপাড়া আরামবাগ এলাকায় এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন কার্যালয়ের সামনে এই ঈদ সামগ্রী বিতরন করা হয়। এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেন।

এ ছাড়াও বক্তব্য রাখেন এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সিইও রাফিউল ইসলাম রাফি, জাকির, বন্ধন, চয়ন প্রমুখ। এ সময় বক্তারা হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

পরে অসহায় ও হতদরিদ্র দুই শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications