১৭৭
জামালপুরের পুলিশ সুপার মো: নাসির উদ্দিন আহমেদ জানান, জামালপুর জেলা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার্থের পাশাপাশি, সকলের যেকোনো বিপদে-আপদে সহযোগিতায় হাত বাড়িয়ে দেয়।
নিজস্ব প্রতিবেদক:
দূর্ঘটনায় আহত এনটিভির জামালপুর প্রতিনিধি সাংবাদিক আসমাউল আসিফের পাশে দাঁড়ালেন মানবিক পুলিশ সুপার মো: নাসির উদ্দিন আহমেদ।
শনিবার বিকালে শহরের রশিদপুর মিয়াবাড়ী এলাকায় অসুস্থ সাংবাদিক আসিফের নিজ বাড়িতে তাকে দেখতে যান জামালপুরের পুলিশ পুসার মো: নাছির উদ্দিন আহমেদ। এ সময় তিনি আসিফের চিকিৎসার খোঁজ-খবর নেন। সেই সাথে তাকে আর্থিক সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক মুকুল রানা, যায়যায়দিনের জেলা প্রতিনিধি এডভোকেট ইউসুফ আলী, বাংলাদেশ বেতার ও এসএ টিভির জেলা প্রতিনিধি মোঃ ফজলে এলাহী মাকাম , বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি শুভ্র মেহেদী, যমুনা টিভির স্টাফ রিপোর্টার শোয়েব হোসেন প্রমুখ।

তিনি সাংবাদিক আসিফের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাকে সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, গত ১২ই মার্চ ঘরের সিঁড়িতে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয় সাংবাদিক আসিফ। এ সময় তার ডান পায়ের কোমরের নিচের একটি হাডের ৪টি স্থানে ভেঙ্গে যায়। পরে ময়মনসিংহের বেসরকারি একটি হাসপাতালে অপারেশন করা হয়। বর্তমানে অপারেশন শেষে বাড়িতে বিশ্রামে রয়েছেন।