নিজস্ব প্রতিবদেক:
অপারেশন সার্চলাইটের নামে ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কালরাতে ঘুমন্ত বাঙ্গালির উপর নির্বিচারে গণহত্যা চালায় পাকিস্তান সেনাবাহিনী। সেই নৃশংস গণহত্যায় নিহতদের স্মরণ করতে শনিবার রাত সাড়ে ১০টায় আলো নিভিয়ে সারাদেশ এক মিনিট প্রতিকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় সরকার।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশে আলো নিভিয়ে এক মিনিট ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালিত হলেও ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালিত হয়নি জামালপুরে।
জামালপুরের সাধারণ মানুষসহ গণমাধ্যমকর্মীরা ‘ব্ল্যাক আউট’ কর্মসূচির জন্য অপেক্ষা করলেও রাত সাড়ে ১০টায় জামালপুর শহরে আলো জ্বল জ্বল করছিল। ২৫ মার্চের কালরাতের গণহত্যায় নিহতদের স¥রণে সরকারের পূর্ব নির্ধারিত ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালিত না হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় সবার মাঝে।
ভয়াল কালরাত স্মরণে ব্ল্যাক আউট হলো না জামালপুর
১২২