Home সারাদেশ জামালপুরে যক্ষা দিবস পালিত

জামালপুরে যক্ষা দিবস পালিত

by বাংলা টুডে ডেস্ক
১১৬ views

নিজস্ব প্রতিবেদক:
‘‘হ্যাঁ!” আমরা যক্ষা নির্মূল করতে পারি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি উৎযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে  বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে জামালপুর সিভিল সার্জন ও ডেমিয়েন ফাউন্ডেশন এবং নাটাবসহ সমমনা সংগঠনের  সহযোগিতায় ২৫০শয্যা জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে সচেতনতামূলক এক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সিভিল সার্জন কার্যালয়ের এসে শেষ হয়।

পরে ডা: নজরুল ইসলাম সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: উত্তম কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা: সৈয়দ আবু আহমেদ শফি। এছাড়াও বক্তব্য রাখেন বক্ষ ব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার ডা: স্বাগত সাহা, উপজেলা মেডিকেল অফিসার ডা: সানজিদা হোসেন প্রাপ্তি, নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল রানী রহমান, ডেমিয়েন ফাউন্ডেশনের আনিসুর রহমান, জেলা নাটাবের সভাপতি তানভীর আহমেদ, সামাজিক সংগঠন এসপিকে এর মোহাম্মদ এনামুল হক প্রমুখ।

এ সময় বক্তারা যক্ষা নির্মূলে সবাইকে সচেতন হয়ে প্রতিরোধ করতে হবে এবং দুই সপ্তাহের বেশি কাশি হলেই হাসপাতালে গিয়ে কফ পরীক্ষা করতে হবে। যক্ষা হলে ভয়ের কিছু নেই চিকিৎসায় যক্ষ্মা ভালো হয়। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ২০৩৫ সালের মধ্যে যক্ষা আক্রান্ত শূন্যের কোঠায় নামিয়া আনার কথা বলেন ।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications