Home সারাদেশ দেওয়ানগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে দলিল ও ঘরের চাবি হস্তান্তর

দেওয়ানগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে দলিল ও ঘরের চাবি হস্তান্তর

by বাংলা টুডে ডেস্ক
১১৭ views

দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
‘মুজিববর্ষ’ উপলক্ষে দেওয়ানগঞ্জে চতুর্থ ধাপে জমিসহ ঘর পেলেন ৪০টি পরিবার। বুধবার ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের শেষে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন. অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মৌসুমী খানম, উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন. সহকারী কমিশনার (ভুমি) মাহবুব হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন্দ, জেলা পরিষদের সদস্য হারুন অর রশীদ হারুন, সাবেক সদস্য আসলাম হোসেন, স্থানীয় এমপির প্রতিনিধি বিকাশ কবির ইমরান, ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম, সেলিম খান, বাহাদুরাবাদ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন।

মুজিববর্ষ উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলায় ‘ক’ শ্রেণির গৃহহীন ও ভূমিহীনদের জন্য প্রথম পর্যায়ে ১৭২টি, দ্বিতীয় পর্যায়ে ১০০টি ও তৃতীয় পর্যায়ে ২৮টি, চতুর্থ পর্যায়ে ৪০টিসহ ৩০০টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের প্রদান করা হলো।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications