Home সারাদেশ বকশীগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর

বকশীগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর

by বাংলা টুডে ডেস্ক
১১৩ views

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর করা হয়েছে।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ৩৯ হাজার ৩৬৫ টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , গণমাধ্যম কর্মী , উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ।

উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার , উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো: আতাউর রাব্বী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম রিয়েল, পিআইও মো: মজনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন সাকা, যুগ্ন সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু , উপকারভোগী কুলকুম আক্তার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার জানান, উপজেলা প্রশাসনের সহযোগিতায় তিন ধাপে বকশীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন ২১২ টি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

এরপর আর কোন ভূমিহীন ও গৃহহীন পরিবার না থাকায় গত বছর বকশীগঞ্জ উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications