Home সারাদেশ জামালপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন

জামালপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন

by বাংলা টুডে ডেস্ক
১৪২ views

নিজস্ব প্রতিবেদক:

সচেতন নাগরকি কমিটি (সনাক)-এর উদ্যোগে জামালপুরে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) সদস্যদের নিয়ে টিআই, টিআইবি ও সেচ্ছাসেবী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে নবগঠিত এসিজি সদস্যদের নিয়ে বুধবার সচেতন নাগরিক কিমিটি (সনাক) জামালপুর কার্যালয়ে দুইটি গ্রুপে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠতি হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে স্বাগত বক্তব্য রাখেন সনাক জামালপুরের সভাপতি অজয় কুমার পাল। দ্বিতীয়  অধিবেশনের ওরিয়েন্টেশনে অংশগ্রহনকারীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সনাক জামালপুরের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক শামীমা খান।

টিআই, টিআইবি, এসিজি, স্বেচ্ছাসেবা ও সামাজিক আন্দোলন সম্পর্কে ধারণা প্রদান, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে স্বেচ্ছাসেবার গুরুত্ব ও স্বেচ্ছাসেবকদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে জানানো এবং টিআইবি’র নৈতিক আচরণবিধি সম্পর্কে অবহিত করাই এই ওরিয়েন্টেশনের উদ্দেশ্য।

ওরিয়েন্টেশনে টিআই, টিআইবি ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপ-এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন টিআইবি এরিয়া কোঅর্ডিনেটর মো: আরিফ হোসেন। ওরিয়েন্টেশনে স্বেচ্ছাসেবী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন, এসিজি অপারেশন গাইডলাইন, টিআইবির নৈতিক আচরনবিধি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। প্রশ্নোত্তোর ও মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহনকারীবৃন্দ এসব বিষয়ে বিস্তারিত অভিজ্ঞতা অর্জন করেন। দুর্নীতিবিরোধী শপথ পাঠ ও দুর্নীতিবিরোধী আন্দোলনে এসিজি সদস্যবৃন্দ সক্রিয় ভূমিকা পালন করবে এই অঙ্গীকারের মধ্য দিয়ে ওরিয়েন্টেশন কার্যক্রম সমাপ্ত হয়।

উল্লেখ্য, টিআইবি’র নতুন প্রকল্প প্যাকটা’তে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন কমিউনিটি পর্যায়ে ছড়িয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। এরই ধারাবাহিকতায় কমিউনিটি পর্যায়ে চারটি অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গ্রুপ গঠনের পর চলমান বছরে খাতভিত্তিক আরো চারটি অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন করা হয়েছে।

শিক্ষা খাতের দুইটি এসিজি গ্রুপের সদস্যদের নিয়ে প্রথম ধাপের এবং ও স্বাস্থ্য খাতের দুইটিএসিজি গ্রুপের সদস্যদের নিয়ে দ্বিতীয় ধাপে উক্ত ওরিয়েন্টেশন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। শিক্ষা ও স্বাস্থ্য খাতের এসিজি শাখাগুলো হলো যথাক্রমে: কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিয়ারা পলাশতলা উচ্চ বিদ্যালয়, বারুয়ামারি স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র এবং শাহবাজপুর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications