Home প্রধান খবর পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার

পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার

by বাংলা টুডে ডেস্ক
১৭৫ views
নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে  রকিবুল ইসলাম সোহান নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে সদরের  নারকেলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারনার নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত রকিবুল ইসলাম সোহান (৪৫) রংপুর জেলার গঙ্গারছড়া থানার আলেকিশামদ গ্রামের মৃত করিমউদ্দীনের ছেলে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহনেওয়াজ জানান, পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে সরকার নির্ধারিত ১শ টাকা ছাড়া আর কোন টাকা খরচের প্রয়োজন হয়না।
জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের নির্দেশে এ সংক্রান্ত ঘোষণা সংবলিত বিজ্ঞপ্তি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রকার করা হয়েছে। এরপরও কিছু প্রতারক সাধারণ মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নিচ্ছে।
ইসলামপুর উপজেলার কড়ইতলা গ্রামের মৃত মজিবুর মন্ডল এর ছেলে নাদের মন্ডল (৫৫) এর অভিযোগের ভিত্তিতে এস আই নজরুল ইসলাম ও সঙ্গীও ফোর্সের সহযোগিতায় সদর উপজেলার নারকেলি এলাকার ছানুয়ার হোসেনের ভাড়া বাড়ি থেকে প্রতারক রকিবুল ইসলাম সোহানকে ৫০ হাজার নগদ টাকাসহ গ্রেফতার করা হয়।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications