Home সারাদেশ জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

by বাংলা টুডে ডেস্ক
২২৮ views

নিজস্ব প্রতিবেদক:
‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জামালপুর জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবির যৌথ আয়োজনে বুধবার সকালে শহরের বকুলতলা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনের পর র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, সনাক সভাপতি অজয় কুমার পাল, সনাকের সহ-সভাপতি শামীমা খান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জামালপুর জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, এনজিও কর্মী জাহাঙ্গীর সেলিম, মোহাম্মদ রাসেল মিয়া, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সকল পর্যায়ে তথ্য অধিকার আইন বাস্তবায়ন করা গেলে নিশ্চিত হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। আর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে কমে আসবে দেশের সার্বিক দুর্নীতির চিত্র।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications