১২৩
ইসলামপুর সংবাদদাতা:

জামালপুরের ইসলামপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বী দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী, বস্ত্র ও পূজা মন্ডপের অনুকুলে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
শুক্রবার বিকালে উপজেলা অডিটরিয়ামে ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজনে ২০টি পূজা মন্ডপে ২০ হাজার করে টাকার চেক, ৩শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ২৫০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এতে পৌর মেয়ে আব্দুল কাদের শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস, মজিবর রহমান শাহজাহান, হাবিবুর রহমান চৌধুরী শাহিন, ফরিদ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আখন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অমূল্য রতন পাল, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন কর্মকার, ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান প্রমুখ বক্তব্য রাখেন।
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অংকন কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ,সনাতন ধর্মাবলম্বি প্রতিনিধিবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।