Home সারাদেশ সরিষাবাড়ীতে দুই তরুণীর বিয়ে! সমকামিতার অভিযোগে ৪ জনকে পুলিশে সোর্পদ

সরিষাবাড়ীতে দুই তরুণীর বিয়ে! সমকামিতার অভিযোগে ৪ জনকে পুলিশে সোর্পদ

by বাংলা টুডে ডেস্ক
২০১ views
সরিষাবাড়ী সংবাদদাতা:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় একে অপরের সাথে বিয়ে বন্ধনে আবন্ধ হয়েছে মিম আক্তার আদুরি ও আরিয়ান ইসলাম মিম নামে দুই তরুণী। উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত বুধবার সকালে ওই এলাকার মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামের দুদু মিয়ার মেয়ে মিম আক্তার আদুরির (১৫) সাথে  পাশ্ববর্তী টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলা পাঁচনখালী গ্রামের রয়েজ আলীর মেয়ে আরিয়ান ইসলাম মিমের (১৫) তিন বছর আগে ফেইসবুকের মাধ্যমে পরিচয় হয়। তারা দুজনেই দশম শ্রেণীর শিক্ষার্থী।
ফেসবুকে পরিচয়ের সূত্রধরে ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্ককে পরিনতি দিতে গত ৩দিন আগে তারা বাড়ি থেকে পালিয়ে ঢাকার নারায়ণগঞ্জ চলে যান। সেখানে গিয়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা ধার্য করে বিবাহের অঙ্গীকার নামা লিখেন। পরে তাদের পরিবারের লোকজন সংবাদ পেয়ে ঢাকার মহাখালী থেকে সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ীতে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। সাথে তাদের দুই সহযোগী আয়াত আক্তার (১৭) ও রফিক ইসলাম (১৮) নামে দুই মেয়েকেও নিয়ে আসা হয়।
পরে এ নিয়ে গত বুধবার সকালে ডোয়াইল ইউপি চেয়ারম্যানসহ স্থানীয়রা বৈঠক করেন। শালিস বৈঠকে ওই মেয়েদের কথা-বার্তায় তাদেরকে সমকামী বলে সন্দেহ হয়। পরে স্থানীয়রা তাদেরকে পুলিশে সোর্পদ করেন। মিম আক্তার আদুরির বাবা দুদু মিয়া বলেন, অপর মেয়েটি তার মেয়ের বান্ধবী। মাঝে মধ্যে সে এখানে বেড়াতে আসত। ৩ দিন আগে অপর মেয়েটি তার মেয়েকে ফুঁসলিয়ে ঢাকার মহাখালীতে নিয়ে যায়।
এ বিষয়ে মিম আক্তার আদুরি ও আরিয়ান ইসলাম মিম উভয়ই বলেন, তারা একে অপরকে খুব ভালোবাসে। তাই তারা বিয়ে করেছে। ৩ বছর আগে তাদের সম্পর্ক হয়। তাদের উভয়ের সম্মতিক্রমে বিয়ে হয়েছে। তারা একজন আরেক জনকে ছাড়তে পারবো না।
ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বলেন, কিভাবে মেয়ের সাথে মেয়ের বিবাহ হয়। এটা সত্যিই একটি নেক্কার জনক ঘটনা। ওই মেয়েদের সাথে আলোচনা করে বিষয়টি গোলমেলে মনে হয়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীর বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মেয়ে চার জনকে জিঞ্জাসাবাদ করা জন্য থানায় আনা হয়েছে।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications