
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সারজিনা আক্তার (১৬) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৮টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় এলাকার শমসের আলীর বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমার পাড় এলাকার শমসের আলীর মেয়ে সারজিনা আক্তার এবার সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। সে সানরাইজ এডুকেয়ার একাডেমির শিক্ষার্থী ছিলেন। রোববার সন্ধ্যায় কাউকে না জানিয়ে দরজা বন্ধ করে ঘরে ঢুকে সে।
অনেকক্ষণ পরও সে বের হয়ে না আসলে দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হলে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।