Home সারাদেশ জামালপুরে ইজিবাইকে চাঁদাবাজী বন্ধের দাবিতে চালকদের মানববন্ধন

জামালপুরে ইজিবাইকে চাঁদাবাজী বন্ধের দাবিতে চালকদের মানববন্ধন

by বাংলা টুডে ডেস্ক
১৭৮ views

জুয়েল রানা, জামালপুর:
জামালপুর শহরের শাহাপুর এলাকার চিহ্নিত চাঁদাবাজ আল আমিন কর্তৃক জঙ্গলপাড়া বোর্ডঘর মোড় থেকে গেইটপাড় হয়ে শহরগামী ইজিবাইক থেকে জোরপুর্বক চাঁদা দাবি ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে অটোরিক্সা চালকরা।

গতকাল সোমবার দুপুরে জঙ্গলপাড়া বোর্ডঘর বাজার এলাকায় ভোক্তভোগী অটোচালকরা এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন স্টেশন রোড জঙ্গলপাড়া বোর্ডঘর অটোবাইক নিয়ন্ত্রণ কমিটির শাখার সভাপতি নিউমেন মন্ডল, সাধারণ সম্পাদক তোফাজ্জল হেসেন তুফা, যুগ্মসাধারণ সম্পাদক অনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক এএম রবিন প্রমুখ।

এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত চাঁদাবাজ আল-আমিনের চাঁদাবাজি ও হয়রানী করা বন্ধসহ তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত আল আমিন মুঠোফোনে জানান, চাদার দাবিতে তিনি ইজি বাইক থামাননি, গেইটপাড়ে যানজট নিরসনে গাড়ীর সিরিয়াল মেনটেন করছি শুধু।

ইজিবাইক চালক ছানোয়ার হোসেন, শফিকুল ইসলাম, রিপন, মানিক, দিদার, মিজান জানান, আল আমিন ও তার সহযোগিরা শহরের গেইট পাড় এলাকায় প্রতিটি অটো থেকে দৈনিক ২০ টাকা করে জোর করে চাঁদা নেয়। চালকরা আরো জানান, জঙ্গলপাড়া মোড় হয়ে প্রতিদিন শতাধিক ইজিবাইক শহরে চলাচল করে।

জামালপুর পৌর সভার সাবেক মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনির সময়ে শহরের বিভিন্ন পয়েন্টে প্রতি অটোতে ১০ টাকা করে চাঁদা উঠানো হতো । বর্তমান মেয়র ছানোয়ার হোসেন ছানু চাঁদা উঠানো বন্ধ করে দিয়েছে।

পৌর মেয়র মো: ছানোয়ার হোসেন ছানু  জানান, এ বিষয়ে আমার জানা নেই, যদি কেউ এ ধরনের কাজে জড়িত থাকে তাহলে পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications