Home সারাদেশ বকশীগঞ্জে সার বিক্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও

বকশীগঞ্জে সার বিক্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও

by বাংলা টুডে ডেস্ক
২২২ views

জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ:
জামালপুরের বকশীগঞ্জে ডিলারের মাধ্যমে সার বিক্রয় কেন্দ্র পরিদর্শন ও কৃষকের মাঝে সার বিতরন করেছেন ইউএনও।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা ও উপজেলা কৃষি কর্মকর্তা  মো. আলমগীর আজাদের নেতৃত্বে শনিবার দিনব্যাপী সাধুরপাড়া, বাট্টাজোড়, মরেুরচর, নিলখিয়া, পৌরসভা ও বকশীগঞ্জ সদর ইউনিয়নের সাতটি ডিলারের সার বিক্রয় কার্যক্রম পরিদর্শ ন করা হয়।

এ সময় উপজলো প্রশাসনের এই দুই কর্মকর্তা কৃষক, ডিলারদের সঙ্গে সার সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয় নিয়ে কথা বলনে এবং নির্ধারিত মূল্যে সার বিতরন করেন।

উপজলো নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা জানান, বকশীগঞ্জ উপজলায় কোথাও সার সঙ্কট নইে। কৃষকরা তাদের সুবিধামত ও চাহিদা মাফিক সার উত্তোলন করছেন এবং স্ব স্ব ইউনিয়নের ডিলাররা নির্ধারিত মূল্যে সার বিক্রি করছেন। তবুও কোন ডিলারের বিরুদ্ধে কোন ধরনের অনিয়মের অভিযোগ পেলে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা  আমরা উপজলো প্রশাসনরে পক্ষ থেকে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করব।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications