Home সারাদেশ জামালপুরে কোভিড-১৯ প্রতিরোধ ও ঝুঁকি নিরূপন বিষয়ে টাউনহল মিটিং

জামালপুরে কোভিড-১৯ প্রতিরোধ ও ঝুঁকি নিরূপন বিষয়ে টাউনহল মিটিং

by বাংলা টুডে ডেস্ক
Published: Last Updated on ২১০ views

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে কোভিড ১৯ প্রতিরোধে ও ঝুঁকি নিরূপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদার করণ কর্মসূচির আওতায় স্বাস্থ্য বিভাগ সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে টাউনহল মিটিং- অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে  সিভিল সার্জন অফিস মিলনায়তনে হাঙ্গার প্রকল্পের আয়োজনে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস,সেবা কর্মকর্তা রাজু আহমেদ, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রহমান সাদা, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম,দি হাঙ্গার প্রজেক্ট-এর কর্মকর্তা আতিকুল ইসলাম সুমন সহ আরো অনেকে
এ সময় বক্তারা কোভিড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাক্স পরিধান করে নিরাপদ দুরত্ব বজায় রাখার জন্য আহ্বান জানান।
টাউনহল মিটিংয়ে সরকারী বেসরকারী ৩০ জন অংশ গ্রহন করেন।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications