Home সারাদেশ জামালপুরে মেয়ের পর নিখোঁজ মায়ের অর্ধগলিত লাশ উদ্ধার

জামালপুরে মেয়ের পর নিখোঁজ মায়ের অর্ধগলিত লাশ উদ্ধার

by বাংলা টুডে ডেস্ক
Published: Last Updated on ২০২ views


নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে মেয়ের গলাকাটা লাশ উদ্ধারের পরের দিন খাল থেকে নিখোঁজ মায়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের জামিরা বড়ইতাড় এলাকার একটি খালে জোসনা বেগমের লাশ উদ্ধার করা হয়।
নিহত জোসনা বেগম সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বাদামবাড়ী গ্রামের কামাল মিয়ার স্ত্রী।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ্ নেওয়াজ জানান, গত রবিবার সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কুমারিয়া এলাকার একটি বাঁশঝাড় থেকে কাজলি আক্তার ময়নার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। কিন্তু ঘটনার পর থেকে নিহতের মা জোসনা বেগম নিখোঁজ ছিল, কোথাও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের জামিরা বড়ইতাড় এলাকার একটি খালে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত কাজলির মায়ের অর্ধগরিত লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় শামীম হাসান ও মামুন মিয়া নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে, বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় কাজলি আক্তার ময়না ও তার মা জোসনা বেগম রানাগাছা ইউনিয়নের বাদামবাড়ী গ্রামের নিজ বাড়ী থেকে পার্শ্ববতী বাঁশচড়া ইউনিয়নের জামিরা এলাকার মেহেদী হাসান নিপুনের বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ী ফিরেনি। পরের দিন সকালে মেয়ের লাশ পাওয়া গেলেও মা নিখোঁজ ছিল।

এদিকে মঙ্গলবার দুপুরে হজরত খাজার বশীর ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় বর্ষের ছাত্রী কাজলী আক্তার ময়না ও তার মা জোসনা বেগম হত্যার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উক্ত মেডিকেল কলেজের পরিচালনা কমিটি ও শিক্ষক-শিক্ষার্থীর উদ্যোগে বকশীগঞ্জ-কামালপুর সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধন কর্মসূচিতে হজরত খাজার বশীর ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ড. খাজা নাসিরুল্লাহের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির তথ্য সম্পাদক শামীম আলম, প্রচার সম্পাদক একেএম নুর আলম নয়ন, প্রভাষক ডা. শফিউল্লাহ মাহমুদ, শিক্ষার্থী কুহিলি আক্তার, শিক্ষার্থী মো: জিন্নাহ প্রমুখ। এ সময় বক্তারা কলেজ ছাত্রী কাজলী আক্তার ময়না ও তার মায়ের নৃশংস হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানান এবং এ ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications