Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে পতনের মুখে ২০০ ব্যাংক

যুক্তরাষ্ট্রে পতনের মুখে ২০০ ব্যাংক

by বাংলা টুডে ডেস্ক
১২৩ views

আন্তর্জাতিক ডেক্স:

যুক্তরাষ্ট্রে সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংকের মতো আরও অন্তত ২০০ ব্যাংক পতনের ঝুঁকির মুখে রয়েছে। টালমাটাল অবস্থায় রয়েছে ১৮৬টি ব্যাংক। নতুন এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। বাইডেন প্রশাসন সম্প্রতি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে নিমজ্জিত মার্কিন ব্যাংকিং খাতকে টেনে তুলতে একাধিক পদক্ষেপ নিলেও শঙ্কা কাটিয়ে উঠতে পারেনি।

সোশ্যাল সায়েন্স রিসার্চ নেটওয়ার্কে সম্প্রতি প্রকাশিত মার্কিন অর্থনীতিবিদের গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক পোস্ট ও আরটি জানিয়েছে, প্রায় ২০০টি মার্কিন ব্যাংক পতনের শঙ্কায় রয়েছে। তহবিল তুলে নিতে ব্যর্থ হতে পারে ১৮৬টি ব্যাংক। গুজবে ব্যাংক থেক টাকা তুলে নেয়া, শেয়ার বাজারে ধস ও সুদের হার দ্রুত বৃদ্ধির কারণে মার্কিন ব্যাংকগুলো এমন বিপর্যয়ে পড়েছে বলে মন্তব্য অনেক অর্থনীতিবিদের।

নতুন এ সমীক্ষায়, মার্কিন বিশিষ্ট চারজন অর্থনীতিবিদ মনে করেছেন, সাম্প্রতিক সুদের হার বৃদ্ধির কারণে মার্কিন ব্যাংকগুলোর কাছে থাকা সম্পদের বাজারমূল্য ব্যাপক পতন ঘটেছে। যেসব কারণে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক কার্যক্রম গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে। সমীক্ষায় আরও বলা হয়, গ্রাহকরা আমানত ফেরত দেয়ার অনুরোধ করলে ব্যাংকগুলো তাদের সিকিউরিটিজ বিক্রি করতে বাধ্য হয়। এতে বড় ক্ষতিতে পরে ব্যাংকগুলো। সিলিকন ভ্যালি ক্ষেত্রে ঘটেছে এমন ঘটনা।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে অন্যান্য ব্যাংক দেউলিয়ার মুখে পড়ে যেতে পারে। এদিকে গ্রাহকদের আতঙ্ক কমাতে মার্কিন প্রেসিডেন্ট আড়াই লাখ ডলারের বেশি আমানতকারীদের অর্থ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিলেও তাতে আশ্বস্ত হতে পারেননি আমানতকারীরা। ফলে মার্কিন ব্যাংকিং ইতিহাসের এই চরম সংকটময় অবস্থা কাটিয়ে ওঠা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications