Home আন্তর্জাতিক ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে আমিরাতকে

ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে আমিরাতকে

by বাংলা টুডে ডেস্ক
১৫০ views

আন্তর্জাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতকে উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা প্রতিরক্ষা দেবে ইসরায়েল। ড্রোন হামলা এড়াতে প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করবে তেল আবিব। এতে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে যাচ্ছে। ইসরায়েলের সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাফায়েল তৈরি স্পাইডার ভ্রাম্যমাণ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অনুরোধ জানায় আমিরাত সরকার।

এরই প্রেক্ষিতে এটি অনুমোদন করেছে ইসরায়েল। তৃতীয় একটি সূত্র জানিয়েছে, উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি প্রযুক্তি অর্জন করতে যাচ্ছে। ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে মুসলিম রাষ্ট্রটি। ফলে ফিলিস্তিনিসহ বেশ কয়েকটি আরব দেশের সমালোচনার মুখে পড়ে আমিরাত।

চলতি বছর একাধিকবার ড্রোন হামলার শিকার হয়েছে আমিরাত। মূলত ইয়েমেন থেকে এসব ড্রোন হামলার পর নড়েচড়ে বসেছে। দেশটির সরকারের দাবি, ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী হুথিরা এসব হামলার সঙ্গে জড়িত।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications