Home অন্যান্য মোবাইল ফোনের আসক্তি কমাতে জামালপুরে বই বিতরন

মোবাইল ফোনের আসক্তি কমাতে জামালপুরে বই বিতরন

by বাংলা টুডে ডেস্ক
Published: Last Updated on ৩০১ views


নিজস্ব প্রতিবেদক
‘মোবাইল ফোনের আসক্তি কমিয়ে আনি, বই পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানি’ এই শ্লোগানকে সামনে রেখে জামালপুরে বই বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে রেজাউল্লাহ খোকন স্মৃতি ফাউন্ডেশন উদ্যোগে এই বই বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রেজাউল্লাহ খোকন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার নাহিদা আক্তার পিংকি, সিনিয়র শিক্ষক হিশাম আল মহান্নাভ, জোসনা বেগম, মাসুদা সিদ্দিকাসহ আরো অনেকে। এ সময় বক্তারা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও আত্মজীবনী তরুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীসহ বিভিন্ন লেখকের বই দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয়।

আরো পড়ুন

সম্পাদক: শুভ্র মেহেদী

মোবাইল: ০১৯৮৫৮২৭৮৩০
ই-মেইল: jamalpur.banglatoday.2022@gmail.com

মিডিয়া ক্যাম্পাস, পৌরসুপার মার্কেট (২য় তলা), রানীগঞ্জ বাজার, তমালতলা, জামালপুর।

Developed by Media Text Communications