rockland bd

জামালপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0


জামালপুর প্রতিনিধি/বাংলাটুডে টোয়েন্টিফোর ডটকম- 
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে সমাবেশের আয়োজন করে জেলা যুবদলের নেতৃবৃন্দ। শনিবার সকালে স্টেশন বাজার রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শহীদুল হক খান দুলাল, লোকমান আহাম্মেদ খান লোটন, যুবদল নেতা তরিকুল হায়দার তুষার, শফিকুল ইসলাম শফিক, রমজান আলী, জিয়াউল হক জিয়া, বুলবুল আহম্মেদ, এনামুল হক স্বপন, খন্দকার মামুনুর রশিদ বাবু ও মঞ্জুরুল কবির মঞ্জু।

বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ থেকে জাতীয় ঐক্যফ্রন্টের সাতদফা দাবি মেনে নেওয়ার আহবান জানান। অন্যথায় তারা আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করার হুশিয়ারি দেন।

এদিকে দুপুরে শহরের বাইপাস মোড়ে এক কমিউনিটি সেন্টারে সদর উপজেলা যুবদল আয়োজিত আলোচনা সভার আয়োজন করা হয়।

মিঠু আহমেদ/ আর বি

Comments are closed.