ইন্ডিয়ান এক্সপ্রেস । বাংলাটুডে২৪ স্পোর্টস :
বাংলাদেশের কাছে হারে ইংল্যান্ডকে খুব একটা শাপ-শাপান্ত করছেন না ইয়ান বোথাম। এই হার দিয়ে ইংল্যান্ড দলকে বিচারও করতে চান না সাবেক এই ইংলিশ অলরাউন্ডার। তাঁর মতে, ভারত সফর দিয়েই বিচার করা হবে অ্যালিস্টার কুকের দলকে।
বাংলাদেশের কাছে ইংল্যান্ডের হারটা তাহলে তাঁর কাছে কিছুই নয়! বোথাম অবশ্য ঠিক সেই লাইনে ভাবছেন না। তাঁর মতে, ‘এই জয় অবশ্যই বাংলাদেশের জন্য বিশেষ কিছু। তবে তাদের এখন বিদেশের মাটিতে জিতে দেখাতে হবে। এই মুহূর্তে এটিই বাংলাদেশের জন্য অগ্নিপরীক্ষা। এই একই কাজ এখন ইংল্যান্ডকেও করে দেখাতে হবে।’
বোথাম বলেছেন, ‘ঢাকা টেস্টের উইকেট ছিল বাংলাদেশের উপযোগী করে তৈরি করা। এটি পুরোপুরি স্পিন-বান্ধব উইকেট। যখন কোনো টেস্ট ম্যাচে স্পিনাররা বোলিং সূচনা করে, তখনই বোঝা যায় গোটা টেস্ট ম্যাচে কী অপেক্ষা করে আছে।’
বাংলাদেশের মেহেদী হাসান মিরাজের মতো একজন তরুণ-উদীয়মান অফ স্পিনার একাই ধসিয়ে দিয়েছেন ইংলিশ দলকে। ভারত সফরে রবিচন্দ্রন অশ্বিনের মতো স্পিনারের সামনে ইংল্যান্ডের অবস্থা কী হবে এই আলোচনা উঠে গেছে এরই মধ্যে। বোথাম মনে করেন, ৫ টেস্টের এই সিরিজ দিয়েই হবে ইংল্যান্ডের আসল বিচার, ‘শেষ পর্যন্ত বাংলাদেশে কী হলো এটা নিয়ে তাদের খুব একটা বিচার করা হবে না। বরং ভারতে কী হলো, সেটা দিয়েই বেশি বিচার করা হবে তাদের।’
বাংলাদেশের মতোই যে ভারতে ঘূর্ণি উইকেটে ইংল্যান্ডকে খেলতে হবে এটি মাথায় রেখেও ইংল্যান্ড দলের ব্যাপারে দারুণ আশাবাদী বোথাম। তবে সাবেক এই অলরাউন্ডার মনে করেন, স্পিন নয়, পেসই হয়ে উঠবে ইংল্যান্ডের আসল অস্ত্র, ‘ইংল্যান্ডের রিভার্স সুইং করানোর বোলার আছে। যারা ঘূর্ণি উইকেটের সমীকরণ নিজেদের দিকে টেনে নিয়ে আনতে পারে। যদি তারা ভারতে ভালো করতে পারে, তাহলে ইংল্যান্ড আশাবাদী হতেই পারে।’
- সংবাদ শিরোনাম
- ভারত আর চীনের টিকার ট্রায়াল হতে পারে বাংলাদেশে
- করোনার টিকা কেনার স্বচ্ছতা নিয়ে টিআইবি’র উদ্বেগ
- ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা মার্কিন বিদায়ী প্রশাসনের
- ওয়াজ মাহফিলের অনুমতি দিতে কড়াকড়ির অভিযোগ
- ক্যাপিটল হিলের দাঙ্গায় উস্কানি দেয়ায় আবারো অভিশংসিত ট্রাম্প
- নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো শতাধিক ঘর
- চীন-পাকিস্তানের যৌথ আক্রমণ রুখতে আমরা তৈরি: ভারতীয় সেনাপ্রধান
- কুয়েতের মন্ত্রীদের একযোগে পদত্যাগ
- সিরিয়ার ওপর আবার আগ্রাসন চালালো ইসরাইল
- ভারতে আরো এক প্রতিষ্ঠানের করোনার টিকা সরবরাহ কাজ শুরু