rockland bd

কাউনিয়ায় বণিক সমবায় সমিতির অনুদান প্রদান

0

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি/বাংলাটুডে টোয়েন্টিফোর ডটকম

৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি লিঃ এর সদস্য মোঃ আব্দুল খালেক (খাদেম) মৃত্যুবরণ করায় তার পরিবারকে সমিতর পক্ষ থেকে গত বৃহস্পতিবার ৫০০০ টাকা অনুদান প্রদান করা হয়।

অনুদান প্রদান করেন সমতির সম্পাদক সারওয়ার আলম মুকুল। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোঃ মজিবর রহমান, সহ সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম, সাবেক সভাপতি আলহাজ্ব মিনহাজুর রহমান হেনা, পরিচালক শাহাজাহান মন্ডল, ফরহাদ সরকার প্রমূখ।

উল্লেখ্য ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি লিঃ এর কোন সদস্য মৃত্যুবরণ করলে তাকে সমিতির পক্ষ থেকে ৫হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

সরওয়ার আলম/আর এইচ

Comments are closed.