rockland bd

জানাজার সময় মুসল্লির মোটরসাইকেল চুরি!

0

গাইবান্ধা, বাংলাটুডে টোয়েন্টিফোর ডটকম

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বড় জামালপুরে মৃত্যু ব্যক্তির জানাজা নামাজের সময় এক মুসল্লির মোটরসাইকে চুরি হয়েছে। ২৪ অক্টোবর বুধবার সকালে বাজারপড়া নামকস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীরা জানান, বড় জামালপুর গ্রামের মৃত কলিম উদ্দিন প্রামানিকের ছেলে ও বড় জামালপুর শাহী মসজিদের ঈমাম এবং পীরগঞ্জের কুতুবপুর সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক নেহাজ উদ্দিন প্রামানিক এর মৃত্যুতে তার জানাজা নামাজ ২৪ অক্টোবর বুধবার সকালে অনুষ্ঠিত হয়।

ওইসময় পীরগঞ্জ উপজেলার শানেরহাটের ঘোষপুর গ্রামের ফজলুল হকের ছেলে গোলাম রব্বানী মরহুমের জানাজায় আসেন। তার ব্যবহৃত প্লাটিনা ১০০সিসি মোটরসাইকেল যার নম্বর রংপুর-হ-২৩৮৩ নীল রঙ্গের গাড়ীটি পাশে রেখে জানাজা নামাজ পড়তে যায়। এ সুযোগে কে বা কাহারা মোটরসাইকেলটি চুরি করে সটকে পড়ে। পরে বিভিন্ন ভাবে খোঁজা-খুঁজি করেও মটরসাইকেলটি পাওয়া যায়নি।

শাহজাহান সিরাজ/আর বি

Comments are closed.