rockland bd

ছবি ঘরে ডাকটিকেট ও পোস্ট অফিস

0

ডেস্ক প্রতিবেদন, বাংলাটুডে টোয়েন্টিফোর ডটকম


প্রযুক্তির অগ্রগতির ফলে সারা দুনিয়ার মতো বাংলাদেশেও চিঠি লেখার চল প্রায় উঠেই গেছে। ৯ই অক্টোবর ছিল বিশ্ব ডাক দিবস। ওই দিবসে আপনাদের কাছে আমরা পোস্ট অফিস ও নিজের জমানো ডাকটিকিটের ছবি চেয়েছিলাম। পোস্ট অফিস ও ডাকটিকিট নিয়ে আপনাদের পাঠানো কয়েকটি ছবিসহ আরো কিছু ছবি নিয়ে আমাদের আজকের ফটোগ্যালারি।

ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিঠির ব্যাগগুলো সংগ্রহ করেছেন স্টেশনের পোস্ট মাস্টার।

এই ছবিটি ময়মনসিংহ থেকে পাঠিয়েছেন ফারুক আহমেদ

ঢাকার ইশরাত সামাদের পাঠানো ডাকটিকিটের ছবি।

পোস্ট অফিসের এ ছবিটি নোয়াখালি থেকে পাঠিয়েছেন সাইফুর রহমান।

বান্দরবান থেকে রনি খানের পাঠানো ছবি।

বরিশাল থেকে তারিকুল ইসলামের পাঠানো ছবি।

ঢাকার ইশরাত সামাদের পাঠানো ডাকটিকিটের ছবি।

কুমিল্লার মশিউর রহমান পাঠিয়েছেন এ ছবি।

কুমিল্লার মশিউর রহমান পাঠিয়েছেন এ ছবি।

বাংলাদেশের তানজিয়া ইসলামের সংগ্রহে থাকা ডাকটিকিটের ছবি।

বাংলাদেশে বিভিন্ন সময়ের ডাকটিকিট

রংপুরের একটি এলাকায় পুরনো একটি পোস্ট বক্স।

একসময় ঢাকার রাস্তায় এ ধরনের পোস্ট বক্স দেখা যেত, ২০০৬ তোলা এই ছবিটি পল্টন এলাকার। -বিবিসি


এবিএস

Comments are closed.