rockland bd

সাঁথিয়ায় পরিবহন শ্রমিক নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

0

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি-
পাবনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি শাহ আলম মুক্তির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ শনিবার দুুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুরে শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেন। তারা প্রশাসনের প্রতি হামলাকারীদের গ্রেফতার ও তাদের অফিস দখলকারী বহিরাগতদের উচ্ছেদের দাবি জানান।

শ্রমিকদের প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পাবনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আব্দুল হাকিম। এতে বক্তব্য দেন, যুগ্ম সম্পাদক আবুল কাদের, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, সহ- সভাপতি আকবর আলী, প্রচার সম্পাদক মহির উদ্দিন, কার্যকরী সদস্য আব্দুস সামাদ প্রমুখ।

পাবনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সেক্রেটারি শাহ আলম মুক্তিকে গত বৃহস্পতিবার কাশীনাথপুরে প্রতিপক্ষ গ্রুপের লোকজন কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। তিনি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শাহ আলম মুক্তির ভাই মাসুদ প্রামাণিক শুক্রবার রাতে বাদি হয়ে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে ১৭ জনকে জনকে আসামি করা হয়।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)জাহাঙ্গীর আলম জানান, এ মামলার আসামিদের গ্রেফতারে এরই মধ্যে কাজ শুরু করেছেন।

বাংলাটুডে২৪/আব্দুদ দাইন/আর এইচ

Comments are closed.