rockland bd

মেকআপ ছাড়া স্ত্রী কে দেখেই তালাক!

0

গল্ফ নিউজ । বাংলাটুডে২৪ ডেস্ক :
সংযুক্ত আরব আমিরাতে সদ্য বিবাহিত এক ব্যক্তি প্রথমবার স্ত্রীকে মেকআপ বিহীন অবস্থায় দেখে তাকে চেনেন না দাবি করে তালাক দিয়েছেন।
‘টাইমস অব ইন্ডিয়া’ জানায়, আমিরাতের এই দম্পতি শারজাহ এর আল মামজার সৈকতে সাঁতার কাটতে যায়।
সাঁতার শেষে সমুদ্র থেকে উঠে আসার পর ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি তার ২৮ বছর বয়সী স্ত্রীকে দেখে চমকে ওঠেন এবং তাকে চেনেন না বলে দাবি করেন।
‘গল্ফ নিউজ এর প্রতিবেদনে বলা হয়, বিয়ের আগে স্ত্রী দেখতে যতটা সুন্দর ছিলেন এখন তাকে তেমন লাগছে না বলে দাবি ওই ব্যক্তির। সেইসঙ্গে তিনি স্ত্রীর বিরুদ্ধে অতিরিক্ত প্রসাধনী এমনকি চোখে নকল পাপড়ি ব্যবহার করে তাকে ধোঁকা দেওয়ার অভিযোগও করেছেন।
বিচ্ছেদের পর ওই নারী তার শারীরিক সৌন্দর্য্য ঠিকঠাক করতে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন বলে জানিয়েছে গল্ফ নিউজ।

Comments are closed.