rockland bd

ফুলছড়ি উদাখালী মহিলা কলেজে বঙ্গবন্ধু ডিজিটাল ল্যাবের উদ্বোধন

0

জেলা প্রতিনিধি, গাইবান্ধা-


গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী মহিলা কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (১৪ অক্টোবর) দুপুরে ফুলছড়ি উপজেলার উদাখালী মহিলা কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া।

এসময় কলেজের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নবীন ছাত্রছাত্রীদের বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমান ও ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়।

উদাখালী মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদাখালী মহিলা কলেজের অধ্যক্ষ শফিউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রফিকুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, উদাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল বাকী সরকার, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম প্রমুখ।

পরে প্রধান অতিথি ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া উদাখালী মহিলা কলেজের ছাত্রছাত্রী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

বাংলাটুডে২৪/শাহজাহান সিরাজ/আর এইচ

Comments are closed.