বাংলাটুডে২৪ ডেস্ক :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশের উন্নয়নের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে চীনের পাশাপাশি ভারতের সঙ্গেও সম্পর্ক বজায় রাখার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন।
আজ শনিবার সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিদায় জানিয়ে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা যেমন চীনের সঙ্গে কাজ করছি, আবার আমরা ভারতের সঙ্গেও কাজ করছি। আমাদের সবার সঙ্গেই সম্পর্ক রাখতে হবে। একা আমাদের পক্ষে কোনো কিছুই সম্ভব না।”
তিন দশক পরে চীনের কোনো প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করলেন। শি’র সফরে তার ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ উদ্যোগে সমর্থন জানিয়েছে বাংলাদেশ। দুই দেশের ‘সর্বাত্মক অংশীদারিত্ব ও সহযোগিতা’র সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতার’ জায়গায় নিয়ে যেতেও সম্মত হয়েছে দু দেশ।
চীনা প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের আগে চীনের গ্লোবাল টাইমসে এক সম্পাদকীয়তে লেখা হয়েছিল, ঢাকা-বেইজিং সম্পর্ক ঘনিষ্ঠ হলে তাতে ভারতের ‘ঈর্ষান্বিত’ হওয়ার কিছু নেই এবং শি’র বাংলাদেশ সফরকে ‘নয়া দিল্লির আলিঙ্গন থেকে দক্ষিণ এশিয়ার একটি দেশকে কেড়ে নেয়ার পদক্ষেপ’ হিসেবে দেখলে ভুল হবে।
চীন ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। চীন পাকিস্তানের বন্ধু বা জেনারেল জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের সাথে চীনের সম্পর্কের সূচনা হয়েছিল- এসব কথা আর শোনা যায় নি সরকারের পক্ষ থেকে।
বরং ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ প্রশংসার সাথেই বলেছেন, “চীন এখন সুপার পাওয়ার। এটা আমাদের মেনে নিতে হবে। আমরা এখন পর্যন্ত দেখছি, তারা গঠনমূলক। চীন নিজেদের উন্নতির সঙ্গে সঙ্গে আঞ্চলিক উন্নয়নেও সহযোগিতা করতে এগিয়ে এসেছে। এখানে চীনকে নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই।”
এ প্রসঙ্গে চীনাপন্থি বলে পরিচিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, চীন ও বাংলাদেশের মধ্যে এ সম্পর্ক কোনো পন্থি বা আদর্শের ভিত্তিতে হয় নি। এটাকে কূটনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক যোগাযোগের সম্পর্ক হিসেবে দেখতে হবে। এটা কোনো দলের স্বার্থ নয় বরং বাংলাদেশের সকল মানুষের স্বার্থ হিসেবে দেখতে হবে।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং’র এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে, যার আওতায় বাংলাদেশ চীন থেকে ২১.৫ বিলিয়ন ডলার অর্থ-সহায়তা পেতে যাচ্ছে।
- সংবাদ শিরোনাম
- সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর ইন্তেকাল
- হেফাজত নেতা মুফতি শাখাওয়াত গ্রেফতার
- প্রবাসীদের জন্য চালু হচ্ছে বিশেষ ফ্লাইট
- ক্রিকেটার হিথ স্ট্রিক ৮ বছরের জন্য নিষিদ্ধ
- দেশে করোনায় সর্বোচ্চ রেকর্ডসংখ্যক ৯৬ জনের মৃত্যু
- আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি
- হেফাজত নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ
- লকডাউন: ব্যাংক বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার
- করোনায় মৃত আরো ৬৯, নতুন শনাক্ত ৬ হাজারেরও বেশি
- কঠোর লকডাউন শুরু, ঢাকার রাস্তায়-রাস্তায় পুলিশের চেকপোস্ট