rockland bd

সাদুল্যাপুরে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ইয়াবাসহ আটক

0

গাইবান্ধা প্রতিনিধি-


বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের গাইবান্ধা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাদুল্যাপুর উপজেলা শাখার সভাপতি আহসান হাবীব নাহিদ (৩০) কে ৫১ পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।

গত (৮ অক্টোবর) সোমবার সন্ধ্যায় তার নিজ বাড়ী সাদুল্যাপুর উপজেলা সদরের পশ্চিমপাড়া থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে ফেরার সময় আব্দুল আহাদ মিয়া (২৮) নামে আরও এক মাদকসেবীকেও ১৪ পিস ইয়াবাসহ আটক করে র‌্যাব।

আটক আহসান হাবীব নাহিদ ওই এলাকার নুরুল আমিনের ছেলে এবং আব্দুল আহাদ উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে।

সাদুল্যাপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আহসান হাবীব নাহিদ দীর্ঘদিন থেকে তার নিজ বাড়ী থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিল।

বাংলাটুডে২৪/শাহজাহান সিরাজ/আর এইচ

Comments are closed.