rockland bd

আরপিও সংশোধন হলে সীমিত আকারে ইভিএম ব্যবহার: সিইসি

0

ডেস্ক প্রতিবেদন, সিলেট-


গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন হলে আগামী নির্বাচনে সীমিত আকারে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। সিলেটে আয়োজিত উন্নয়ন মেলায় আজ শুক্রবার বিকালে নির্বাচন কমিশনের স্টল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিইসি জানান, ইভিএম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলায় এর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজনৈতিক দলের সদস্যদের ইভিএম প্রদর্শনী ঘুরে দেখার পরামর্শ দেন তিনি। নির্বাচনের তফসিল ঘোষণার সময় নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’

সবার সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় সিলেট জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ সুপার মনিরুজ্জামান এবং সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শামসুল আলম উপস্থিত ছিলেন। সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে চলমান উন্নয়ন মেলায় নির্বাচন কমিশনের স্টলে ইভিএমের মাধ্যমে প্রতীকী ভোটগ্রহণ করা হয়। পরে ভোটের ফল ঘোষণা করেন সিইসি।

এর আগে দুপুরে বিমানযোগে সিলেট আসেন সিইসি নুরুল হুদা। শনিবার তার সুনামগঞ্জ যাওয়ার কথা রয়েছে। সূত্র: ইউএনবি

বাংলাটুডে২৪/আর এইচ

Comments are closed.