ঢাকা, বাংলাটুডে টুয়েন্টিফোর: প্রবাসী কল্যাণ ব্যাংক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণে’র আওতায় ১৩৮ জন প্রবাসী কর্মীর পরিবারের জন্য স্বল্প সুদে ৪ কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে। আজ বুধবার বিকাল ৪টায় রাজধানীর নিউইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মঞ্জুরকৃত ঋণের চেক বিতরণ করা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ও প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
ইমরান আহমদ বলেন, প্রবাসী কর্মীদের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রবাসী কল্যাণ ব্যাংক বিদেশ ফেরত কর্মীদের এই ঋণ সুবিধা দিচ্ছে। তিনি দালাল ধরে ব্যাংকের ঋণ না নেওয়ার এবং ঋণ নিতে কোন প্রকার সমস্যা হলে সরাসরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগাযোগ করারও আহ্বান জানান। প্রবাসীদের জন্য কাজ করার যে গতি, তার কমতি নেই উল্লেখ করে মন্ত্রী বলেন,‘আমরা আশা করছি চলতি মার্চ মাসের মধ্যেই এ ঋণ বিতরণের পরিমাণ বাড়াতে পারবো।’
মুনিরুছ সালেহীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী কল্যাণ ব্যাংক করেছেন । এই ব্যাংক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং বিএমইটি’র মাধ্যমে সরকার প্রবাসী কর্মীদের কল্যাণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং করছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নাজীবুল ইসলাম ও শেখ শোয়েবুল আলম, প্রবাসী কল্যাণ ব্যাংকের জিএম মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখচেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর বাসসর।
আস / বাংলাটুডে টুয়েন্টিফোর।
- সংবাদ শিরোনাম
- বুধবার মঙ্গলের আকাশে উড়বে প্রথম হেলিকপ্টার
- হাসপাতালে হাসপাতালে বেডের জন্য হাহাকার
- করোনা সচেতনতায় বান্দরবানে মাস্ক বিতরণ
- মাগুরায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে বাই সাইকেল বিতরণ
- বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক আর নেই
- পরপর দুই দিন কক্সবাজার সমুদ্রতীরে দুইটি তিমির মৃতদেহ ভেসে এসেছে
- খালেদা জিয়া করোনায় আক্রান্ত – আইসিডিডিআরবি: জানে না দল-পরিবার
- পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত দূরপাল্লার পরিবহন বন্ধ থাকবে
- প্রিন্স ফিলিপের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
- রক্তাক্ত ভোট, কোচবিহারে গুলিতে মৃত ৪