সামরিক বাহিনীর বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করছে মিয়ানমারের জনতা।
বিদেশ ডেস্ক, বাংলাটুডে টুয়েন্টিফোর: মিয়ানমারের সেনা অভ্যুত্থানের নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশকে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
নিষেধাজ্ঞার আওতায় সামরিক নেতারা ছাড়াও তাদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যবসাও পড়বে।
এছাড়া এই পদক্ষেপের আওতায় যুক্তরাষ্ট্রে থাকা সরকারের এক বিলিয়ন ডলার তহবিলেও সামরিক বাহিনীর সদস্যদের হাত দেয়ার পথ বন্ধ করে দেয়া হল।
রাজধানী নেপিডোতে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করার সময় এক নারী মাথায় গুলি লাগার পর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার সময়ে এই নিষেধাজ্ঞা এলো।
ওই নারী মঙ্গলবার বিক্ষোভকারীদের জলকামান, রাবার বুলেট এবং গুলি করে ছত্রভঙ্গ করে দেয়ার সময় আহত হন।
সম্প্রতি দেশটিতে গণজমায়েতের উপর নিষেধাজ্ঞা এবং রাতে কারফিউ জারি থাকলেও গত সপ্তাহে অনুষ্ঠিত সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে লাখো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নিয়েছে।
পুলিশ শক্তি ব্যবহারের মাত্রা বাড়িয়ে দেয়ার পর আরো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেলেও এখনো কারো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এর আগে এই অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি বার্মা নামেও পরিচিত।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সেনা অভ্যুত্থান বাতিল করে অং সান সু চি’সহ বেসামরিক নেতাদের মুক্তির আহ্বান জানিয়েছেন। দরকার হলে আরো পদক্ষেপ নেয়ার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, “বার্মার মানুষ তাদের আওয়াজ তুলছে এবং পুরো বিশ্ব তা দেখছে।”
তিনি বলেন, তার প্রশাসন চলতি সপ্তাহেই নিষেধাজ্ঞার আওতায় প্রথম দিকে কারা কারা থাকবেন তাদের নির্ধারণ করবে। যদিও মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতনের কারণে এরই মধ্যে মিয়ানমারের কিছু সামরিক নেতা কালো তালিকাভুক্ত রয়েছেন।
“আমরা রপ্তানিতেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছি। মার্কিন যেসব সম্পদ বার্মিজ সরকারকে সুবিধা দেয় সেগুলো জব্দ করবো, তবে স্বাস্থ্য সেবা, সুশীল সমাজের সদস্য এবং যারা বার্মার জনগণকে সরাসরি সহায়তা তাদের প্রতি সমর্থন অব্যাহত থাকবে,” তিনি বলেন।
এর মধ্য দিয়ে গত মাসে ক্ষমতায় আসার পর মি. বাইডেন প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করলেন।
এদিকে চলমান বিক্ষোভ ও প্রতিবাদের মধ্যেই দেশটির সামরিক বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে এবং আরো বেশি মানুষকে গ্রেফতার করছে।
সম্প্রতি যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছে স্থানীয় সরকারের কর্মকর্তা, নির্বাচন কমিশনে কর্মরত ব্যক্তি যারা সামরিক বাহিনীর আনা ভোট জালিয়াতির অভিযোগের পক্ষে সমর্থন জানাতে অসম্মতি জানিয়েছিল। নভেম্বরের ওই নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় সু চি’র দল এনএলডি। খবর বিবিসির।
আস / বাংলাটুডে টুয়েন্টিফোর।
- সংবাদ শিরোনাম
- মসজিদে ২০জন তারাবীহ নামাজ পড়তে পারবেন: ধর্ম মন্ত্রণালয়
- কোরানের ২৬ আয়াত নিষিদ্ধের দাবি খারিজ ভারতে
- দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ৮৩, এ পর্যন্ত মোট মৃত্যু ৯,৮২২
- তেল, ডালসহ ছয় পণ্যের দাম বেঁধে দিল সরকার
- করোনায় কওমি মাদ্রাসা খালি করতে সরকারের কড়া নির্দেশ
- পাহাড়ে পালিত হচ্ছে বৈসাবী উৎসব
- বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের প্রাথমিক লক্ষণ দেখাচ্ছে : বিশ্বব্যাংক
- সারাদেশে কাল বুধবার থেকে ৮ দিনের কঠোর লকডাউন ঘোষণা
- বুধবার মঙ্গলের আকাশে উড়বে প্রথম হেলিকপ্টার
- হাসপাতালে হাসপাতালে বেডের জন্য হাহাকার