ঢাকা, বাংলাটুডে টুয়েন্টিফোর: অনেক জল্পনা-কল্পনা আর অন্তহীন অনিশ্চয়তার মধ্যে শেষ পর্যন্ত করোনা ভাইরাসের টিকা আসছে বাংলাদেশে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশিদ আলম এক সংবাদ সম্মেলনে জানান, জানুয়ারির ২১ থেকে ২৫ তারিখের মধ্যে টিকার প্রথম চালান আসবে। তিনি জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে জাতীয়ভাবে টিকা দেয়া শুরু হবে। সিরাম ইন্সটিটিউট, অ্যাস্ট্রাজেনেকার এই টিকা সরবরাহ করছে। টিকা আসার পর আমদানিকারক সংস্থা বেক্সিমকোর ওয়্যারহাউজে দু’দিন থাকবে। এরপর বিভিন্ন জেলায় পাঠানো হবে। প্রথম চালানে থাকছে ৫০ লাখ ডোজ। পর্যায়ক্রমে তিন কোটি ডোজ টিকা আসবে। স্বাস্থ্যের মহাপরিচালক জানান, ২৬শে জানুয়ারি থেকে নিবন্ধন শুরু হবে। নিবন্ধনের পর আবেদনকারীকে স্থান ও সময় বলে দেয়া হবে । ভ্যাকসিন দেয়ার জন্য সাত হাজার ৩৪৪টি টিম গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে সাড়ে সাত হাজার কেন্দ্র থেকে ভ্যাকসিন দেয়া হবে। প্রথম ধাপে ৮০ বছরের বেশি বয়স এবং স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন পাবেন। পরের ধাপে ৭০ বছরের বেশি বয়সীরা পাবেন।
অধ্যাপক খুরশিদ আলম জানান, ফাইজারের টিকা নেয়ার ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। চার লাখ মানুষ ফাইজারের টিকা পাবেন।
ওদিকে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন। এ পর্যন্ত মারা গেছেন সাত হাজার ৮০৩ জন। শনাক্ত হয়েছেন ৮৪৯ জন। সবমিলিয়ে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ২৩ হাজার ৩০২ জন। সুস্থ হয়েছেন চার লাখ ৬২ হাজার ৭১৮ জন। খবর ভয়েস অফ আমেরিকার।
আস / বাংলাটুডে টুয়েন্টিফোর।
- সংবাদ শিরোনাম
- করোনার টিকা কেনার স্বচ্ছতা নিয়ে টিআইবি’র উদ্বেগ
- ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা মার্কিন বিদায়ী প্রশাসনের
- ওয়াজ মাহফিলের অনুমতি দিতে কড়াকড়ির অভিযোগ
- ক্যাপিটল হিলের দাঙ্গায় উস্কানি দেয়ায় আবারো অভিশংসিত ট্রাম্প
- নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো শতাধিক ঘর
- চীন-পাকিস্তানের যৌথ আক্রমণ রুখতে আমরা তৈরি: ভারতীয় সেনাপ্রধান
- কুয়েতের মন্ত্রীদের একযোগে পদত্যাগ
- সিরিয়ার ওপর আবার আগ্রাসন চালালো ইসরাইল
- ভারতে আরো এক প্রতিষ্ঠানের করোনার টিকা সরবরাহ কাজ শুরু
- বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া রোহিঙ্গারা পাসপোর্ট পাবেন: পররাষ্ট্রমন্ত্রী