rockland bd

নড়াইলে ট্রাক-নছিমন সংঘর্ষে ব্যবসায়ী নিহত

0

ঢাকা, বাংলাটুডে টুয়েন্টিফোর: নড়াইল-যশোর সড়কের ধলগ্রাম এলাকায় ট্রাক-নছিমনের সংঘর্ষে আজ রবিবার ভোরে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত এনামুল শেখ (৩৫) লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের বাড়ীভাঙ্গা গ্রামের মৃত নবীর শেখের ছেলে ও পেশায় কাঁচামাল ব্যবসায়ী।
স্থানীয় ইউপি সদস্য শারফুজ্জামান বোরাক জানান, যশোর মোকাম থেকে আলু, মরিচসহ বিভিন্ন সবজি নছিমনযোগে (আলম সাধু) নড়াইলে এনে কয়েকটি হাট-বাজারে পাইকারি বিক্রি করতেন এনামুল। রবিবার ভোরে নছিমন নিয়ে যশোরের উদ্দেশ্যে রওয়ানা হন। নড়াইল-যশোর সড়কের ধলগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নছিমনটিকে ধাক্কা দিলে এনামুল রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় নছিমনে থাকা আরও এক কিশোর আহত হয়। তবে নছিমন চালক নিহতের চাচাতো ভাই জাহিদুর রহমান সুস্থ আছেন। খবর ইউএনবির।
আস / বাংলাটুডে টুয়েন্টিফোর

Comments are closed.