ঢাকা, বাংলাটুডে টুয়েন্টিফোর: খুলনার বটিয়াঘাটা উপজেলার ভ্যানচালক রাশিদুল ইসলাম গাজী (১৭) হত্যা মামলায় আজ বৃহস্পতিবার তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
পাশাপাশি আসামিদের প্রত্যেককে রাশিদুল হত্যার পর লাশ গুম করার চেষ্টার কারণে ২০১ ধারায় সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং একইসাথে হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকায় ৩০২ ধারায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রবিউল ইসলাম, বনি আমিন শেখ ও মো শহিদুল ইসলাম। তিনজনই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৯ আগস্ট রাশেদুল ইসলাম গাজী বটিয়াঘাটার জয়পুর গ্রামের নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে পুলিশ আমির হামজার বাগানের পাশ থেকে তার মস্তকবিহীন লাশ উদ্ধার করে। এরপর রাশিদুলের পিতা হালিম গাজি বাদী হয়ে বটিয়াঘাটা থানায় অজ্ঞাতদের নামে হত্যা মামলা দায়ের করেন। ২১ আগস্ট সকালে পুলিশ রাশিদুলের মস্তক উদ্ধার করে। এই মামলার তদন্ত শেষে পুলিশ চলতি বছরের ১৪ জানুয়ারি তিনজনের নামে আদালতে চার্জশিট দাখিল করে। শুনানি শেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করে।
রাষ্ট্রপক্ষে পিপি এনামুল হক, আসামিপক্ষে অ্যাডভোকেট গাজী রাজু আহমেদ, মঞ্জিল হোসেন মামলাটি পরিচালনা করেন। খবর ইউএনবির।
আস / বাংলাটুডে টুয়েন্টিফোর
- সংবাদ শিরোনাম
- মিয়ানমারে বিক্ষোভে সহিংসতায় ১৮ জন নিহত
- ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত, সচিবালয় ঘেরাও
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল বিএনপি
- আজকের বাংলাদেশ এক বদলে যাওয়া বাংলাদেশ: প্রধানমন্ত্রী
- সরকার ক্ষমতায় থাকতে পুলিশি ক্ষমতা ব্যবহার করছে : খন্দকার মোশাররফ
- এক ডোজের করোনা টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
- স্কুল-কলেজ খুলছে ৩০ মার্চ: পঞ্চম-দশম-দ্বাদশে প্রতিদিন ক্লাস
- আগামী দুইদিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়বে
- ঢাকা বার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী
- লিবীয় উপকূল থেকে দেড়শ’র বেশি অবৈধ অভিবাসী উদ্ধার