rockland bd

করোনায় মধুখালী উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

0

 ঢাকা, বাংলাটুডে টুয়েন্টিফোর: ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বুধবার মারা গেছেন।
ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি, বলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
জানা গেছে, গত ২৫ অক্টোবর উপজেলা চেয়ারম্যান বাচ্চুর করোনা ধরা পড়ে। ওইদিনই তিনি ঢাকা মেডিকেলে ভর্তি হন।
মধুখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বকু জানান, বাদ আসর মধুখালী ইদগা ময়দানে তার জানাজার নামাজ শেষে মধুখালী কবরস্থানে প্রশাসনিক ব্যবস্থাপনায় তার লাশ দাফন করা হয়েছে।
বাচ্চুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুর-১ আসনের এমপি মনজুর হোসেন, সাবেক এমপি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন প্রমুখ। খবর ইউএনবির।
আস / বাংলাটুডে টুয়েন্টিফোর

Comments are closed.