rockland bd

স্যামসাং চেয়ারম্যান মারা গেছেন

0

বিদেশ ডেস্ক, বাংলাটুডে টুয়েন্টিফোর: দক্ষিণ কোরিয়া ভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস পণ্যসামগ্রীর প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান লি কুন হি মারা গেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।
স্যামসাংয়ের দেয়া এক বিবৃতির বরাতে সিনহুয়া জানায়, রবিবার সিউলে মারা যান লি।
বিবৃতিতে বলা হয়, লির মৃত্যুর সময় তার ছেলে এবং স্যামসাংয়ের বর্তমান ভাইস চেয়ারম্যান লি জায়ে-ইয়ংসহ পরিবারের অন্য সদস্যরা তার পাশে ছিলেন।
‘তার পরিবার, আত্মীয়স্বজন এবং নিকটস্থদের প্রতি আমাদের গভীর সহানুভূতি। তার উত্তরাধিকার চিরস্থায়ী হবে,’ উল্লেখ করা হয় স্যামসাংয়ের বিবৃতিতে।
প্রসঙ্গত, ১৯৩৮ সালে স্যামসাং গ্রুপ প্রতিষ্ঠা করেন লি কুন হির বাবা লি বিয়ুং চুল। ১৯৬৮ সালে এই প্রতিষ্ঠানে যোগ দেন লি। বাবার মৃত্যুর পর স্যামসাংয়ের চেয়ারম্যান নিযুক্ত হন লি কুন হি। খবর ইউএনবির।
আস / বাংলাটুডে টুয়েন্টিফোর

Comments are closed.